সবথেকে বৃদ্ধ বয়সে বাচ্চা দিয়ে পৃথিবীর একমাত্র নজির স্থাপন করলো এই কচ্ছপ। ৮০ বছর বয়সে জায়েন্ট 'গ্যালাপাগোস কচ্ছপ' নিগরিটা নামের এই কচ্ছপটি জুরিখের চিড়িয়াখানায় ৯টি বাচ্চার জন্ম দিয়েছে।
এই তো কয়েক দিন আগেই ৭২ বছরে মা হয়েছেন যে মানুষ, তাকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল বিশ্বে। বিশ্ব নজির যদি মানুষ গড়তে পারে তবে কচ্ছপরাই বা বাদ যাবে কেন? ২২০ পাউন্ড ওজনের এই কচ্ছপ যে বাচ্চাগুলোর জন্ম দিয়েছে তাদের ওজন ৪ থেকে ৫ আউন্স।
জুরিখের চিড়িয়াখানায় এই কচ্ছপটিই হল সবথেকে প্রাচীন। আর এবছরই হল তার জীবনের শ্রেষ্ঠ সময়।
শুনলে অবাকই হবেন, এই নবজাতকদের বাবার বয়স তাদের মায়ের থেকে ২৬ বছর কম। ৫৪ বছরের জাম্বো ক্লক কচ্ছপ, যার ওজন ৪৪০ পাউন্ড, সে এই নবজাতক কচ্ছপদের পিতা।
'গ্যালাপাগোস কচ্ছপ' নিগরিটা ১৯৪৬ সালে প্রথম জুরিখের এই চিড়িয়াখানায় আসে। ১৯৮০ সালে প্রথম বাচ্চা দিলেও তখন একটিও বাঁচেনি। ১৫০ বছর পর্যন্ত আয়ু এই কচ্ছপের। এই নতুন নবজাতকদের বাচিয়ে রাখতে যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিনি/ ১৩ মে, ২০১৬/ হিমেল-১০
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        