৯০ মিটার গভীর একটা কুপ। সেই কুপেই পড়ে গিয়েছিল ৩ বছর বয়সের এক শিশু। এরপর তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন দমকল কর্মীরা। অত্যন্ত দক্ষতার সঙ্গে উদ্ধার করা হয় সেই শিশু। গোটা ঘটনাটিই ধরা পড়েছে ভিডিওতে।
ঘটনাটি চিনের। শিশুর পরিবারের পক্ষ থেকে জানা গেছে, খেলতে খেলতেই পা পিছলে গভীর ওই কুপে পড়ে যায় ওই শিশু। কুপে পড়ে প্রায় ১১ মিটার নীচে একটি জায়গায় গিয়ে সে আটকে যায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।
তারপর প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ওই শিশুকে গর্তের মধ্যে থেকে বের করে আনা হয়। জানা গেছে, ঘটনার আকস্মিকতায় প্রচণ্ড ভয় পেয়ে গেলেও আপাতত সুস্থ আছে শিশুটি।
বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ হিমেল-১৫