কিভাবে ধর্ষণ করা হয়, তারই ট্রেনিং দিচ্ছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম।
জানা গেছে, জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হয়ে লড়াই করে বহু কিশোর জঙ্গি। এদের কারো কারো বয়স ১৩ বছরেরও নীচে। লড়াইয়ের সময়ে অপহৃত নারীদের ধর্ষণ করার শিক্ষাও দেওয়া হচ্ছে ওইসব কিশোরদের।
দলের এক জঙ্গি নাকি একথা স্বীকার করেছে। দলের অন্যান্য জঙ্গিরাই ওইসব ট্রেনিং দিচ্ছে।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে বোকো হারাম। সেখানে আহমেদ নামে এক কিশোর জঙ্গি বলছে নাইজেরিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠা না করা পর্যন্ত তাদের লড়াই থামবে না।
অন্যদিকে, বোকো হারামের খপ্পর থেকে পালিয়ে আসা এক নারী ডেইলি বিস্টকে জানিয়েছেন বোকো হারামের কিশোর জঙ্গিরা তাকে ধর্ষণ করেছে। একজনের বয়স খুব বেশি হলে ১৩ বছর হবে। তার হাতে বন্দুক ছিল। তা দেখিয়েই সে ধর্ষণ করল। অন্য সময় হলে অজ্ঞান হয়ে যেতাম।
সূত্র: কলকাতা২৪