লন্ডনের এক মিষ্টি নির্মাতা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে মিষ্টি তৈরি করেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট। লন্ডনের সেই মিষ্টি নির্মাতা মূলত ক্যান্ডি ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে তৈরি করেছেন মিষ্টি খাবারটি। স্পান ক্যান্ডি টিমটি প্রধানত কমলা রঙের এ মিষ্টিটি তৈরি করতে ঘণ্টাখানেক সময় লাগে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরোহনের ঘটনাটিকে স্মরণীয় করে রাখতেই এ মিষ্টি তারা তৈরি করেছেন বলে জানিয়েছেন। মিষ্টিটির মুখমণ্ডল কমলা রঙের হলেও এর চোখ, ঠোঁট ইত্যাদিতে ভিন্ন রঙের শেড ব্যবহৃত হয়েছে। দক্ষ হাতে তৈরি এ মিষ্টির স্বাদ কেমন, তা অবশ্য জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার