ভূতে ভয় পান? প্রশ্নটা শুনেই ভাবছেন এ কী বেমক্কা লোক রে বাবা! হঠাৎ আবোল-তাবোল প্রশ্ন। কিন্তু একবার ভেবে দেখুন, আপনি ঝাঁ চকচকে কোনো টিভি শো-রুমে গেছেন পছন্দ মতো একটা টিভি সেট কিনতে। হঠাৎ দেখলেন, টিভি সেটের মধ্যে থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এল সাদা কাপড় পরা লম্বা চুলের একটা শরীর। হাত বাড়িয়ে আপনাকে টেনে ধরল! কী বলবেন আপনি?
রিং মুভিজের এই প্র্যাঙ্ক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল। ২০০২ সালে মুক্তি পায় হরর মুভি 'দ্যা রিং'। সামনেই মুক্তি পাবে সেই ছবির সিক্যুয়েল, 'রিংস'। আর তারই প্রোমোশনে এমন অভিনব ভাবনা রিং মুভিজের।
ভিডিও :
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম