প্রচলিত আছে, বিড়ালের তুলনায় কুকুরের বুদ্ধি অনেক বেশি। কিন্তু সেই ধারণা এবার হোঁচট খেয়েছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বিড়ালও কুকুরের সমান বুদ্ধি রাখে। খবর বিবিসির।
জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক ৪৯টি গৃহপালিত বিড়ালের উপর বেশ কয়েকটি পরীক্ষা করেছেন। তাতে দেখতে পেয়েছেন, বেড়ালের ভালো বুদ্ধি রয়েছে। দেখা গেছে, আগে খাওয়া ভালো কোন খাবার প্রাণীটি আবার চিনে নিতে পারে। এ ধরণের স্মরণশক্তি আগে কুকুরের মধ্যেই দেখা গেছে।
গবেষক সাহা তাকাজি বলছেন, পরীক্ষায় দেখা গেছে, কুকুরের মতো বিড়ালও একই ধরণের স্মরণশক্তি রয়েছে। যেমনটা এ ধরণের ক্ষেত্রে একজন মানুষ করে থাকে। পরীক্ষায় দেখা গেছে, মানুষের আচরণ এবং মুখের অঙ্গভঙ্গির অর্থও বুঝতে পারে প্রাণীগুলো।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৭/মাহবুব