আগুন ডেকে আনে সর্বনাশ। তবু সেই সর্বনাশের কথা মাথায় রেখেই আগুন নিয়ে খেলছেন এক ব্যক্তি। তার কাজ-কারবার দেখলে চোখ কপালে উঠবে। কোনো সুপারহিরোর চেয়ে কম বলা যায় না তাকে। আগুন যেন তার খেয়ালের বশ মেনেছে!
কখনও আগুন হাতে নিচ্ছেন, আবার কখনও তা মাথায় ও পিঠে নিচ্ছেন, মুহূর্তেই আবার তা মুখের ভেতরে নিচ্ছেন। তবে এতসব কর্মকাণ্ডে তার কিছুই হচ্ছে না। আবার প্যান্টের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছেন আগুন!
এই আগুন নিয়ে এভাবেই মঞ্চে পারফর্ম করছেন। বিচারক আর দর্শক হতভম্ব! কেউ শিউরে উঠছেন, এই বুঝি দুর্ঘটনা ঘটে গেলো। আবার কারো চোখের পাতা পড়ছে না। দেখুন সেই ঘটনার ভিডিওটি-
বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৭/হিমেল