মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন। অথচ সেই মায়েরই পাশবিকতার শিকার হলো এক সন্তান। রাতে বিছানায় প্রস্রাব করায় চার বছরের শিশুর চোখ উপড়ে নিলেন তার মা। যদিও তার নিজের মা নয়, সৎ মা। তারপরও তো মা। বর্বর এ ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে।
ইতিমধ্যে অভিযুক্ত ওই নারী পুলিশের কাছে নিজেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। শুধু তাই নয় তিনি পুলিশকে ঘটনার বিবরণ দিতে গিয়ে হাসছিলেন বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী ঘটনাটি বলার সময় বারবার বলছিলেন, “ও আমার নিজের ছেলে নয়।” তবে ঘটনাটি ঘটার সময় শিশুটির বাবা সেখানে উপস্থিত ছিলেন কি না তা জানা যায়নি। পুলিশের পক্ষ থেকেও শিশুটি বা তার সৎ মায়ের সম্পর্কে কোন তথ্য দেওয়া হয়নি।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৭/মাহবুব