‘সেক্স পুতুল’ বিষয়টি আজ নতুন নয়। কৃত্রিম এসমস্ত সেক্স পুতুলগুলি মানসিক চাহিদা হয়তো পূরণ করতে পারেনা। কিন্তু শারিরীক চাহিদা পূরণ করতে কিন্তু এরা সক্ষম। নিজের সঙ্গীর সঙ্গে বনিবনা না হলে বেছে নেওয়া যেতেই পারে এমনই এক ‘সেক্সডল’কে। অন্যান্য সেক্স পুতুলের মতনই এটিকে স্পর্শ করলেই পাল্টা সাড়া দেবে সে। তবে শুধু এখানেই শেষ নয়। বাকি রয়েছে আরও অজানা কিছু সেক্স অ্যাপীলের রহস্য জানার ব্যাপার।
সারজি সন্তোষ এই ‘সেক্স পুতুল’র আবিষ্কর্তা। এক এক জায়গায় স্পর্শ করলে এক এক রকমের প্রতিক্রিয়া জানাবে ‘সামন্থ’ নামের ওই পুতুলটি। সে রোমান্টিক, তার শরীরে রয়েছে বিভিন্ন সেক্সি মোডসও।
অন্যান্য সেক্স পুতুলদের থেকে ‘সামন্থ’ অনেকটাই আলাদা। তার নিজস্ব আলাদা একটি আকর্ষনীয় রাস্তা রয়েছে আলাপচারিতার জন্য। এই সেক্স পুতুলের একটি বিশেষ মোড রয়েছে, যেখানে সে সঙ্গীর চাহিদা মেটাতে সক্ষম।
সূত্র: কলকাতা ২৪x৭ নিউজ
বিডি প্রতিদিন/১৯ মার্চ ২০১৭/হিমেল