ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের গৌতম পল্লী এলাকায়। বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েছিল এই তরুণী। রবিবারের সন্ধ্যাটা একটু আনন্দ করেই কাটাবে বলে ভেবেছিল। কিন্তু হঠাৎ কোথায় থেকে বাইক নিয়ে এসে উপস্থিত হল কিছু যুবক। সবার সামনেই অশালীন ইঙ্গিত, কটূক্তি করতে লাগল। সামনে পুলিশও দাঁড়িয়ে ছিল। কিন্তু কেউ কোন আওয়াজ তোলেনি।
অশালীন মন্তব্যে সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় অবশেষে পুলিশের লাঠি নিজের হাতে তুলে নেন ওই তরুণী। সেই লাঠি দিয়েই হেনস্তাকারীকে দিলেন উপযুক্ত শিক্ষা।
তরুণীর নাম এখনো পর্যন্ত জানা যায়নি। কোন অভিযোগ দায়ের হওয়ার খবরও মেলেনি। তবে নিজেদের কীর্তির ভাল ফলই পেয়ে গিয়েছে হেনস্তাকারীরা। তা এই ভিডিও থেকেই স্পষ্ট। সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার