এক মার্কিন পুলিশ কর্মকর্তা নিজের অসুস্থ পোষা কুকুরকে ডাস্টবিনে ফেলে দেওয়ার দায়ে অভিযুক্ত হয়েছেন। পশুর প্রতি নিষ্ঠুরতার দায়ে তাকে বরখাস্ত করতে যাচ্ছে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ।
মিকায়েল লং নামের ওই পুলিশ অফিসার আবর্জনা ফেলার একটি ব্যাগে করে তার কুকুরটিতে একটি পার্কের ভাগাড়ে ফেলে দিয়েছিলেন। ঘটনার পর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। পেনসিলভ্যানিয়া অঙ্গরোজ্যের সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু এনিমেল জানায়, পশুদের প্রতি নিষ্ঠুরতার দায়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে, গ্রেফতার লংকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে অচিরেই বরখাস্ত করা হবে। তিন বছর বয়সী ক্রানবারি নামের কুকুরটি এখন সুস্থ এবং তার অভিভাবকত্ব অপর এক ব্যক্তি গ্রহণ করেছেন। সূত্র: ইন্টারনেট।
বিডি প্রতিদিন/এ মজুমদার