চলছে বিয়ের আয়োজন। সব কাজ মোটামুটি শেষ। এবার দাওয়াত দেয়ার পালা। তবে খালি হাতে নয়, উপহার নিয়েই নিজের বিয়েতে সবাইকে আসতে বললেন প্রশান্ত মাহাতো। ছত্তিশগড়ের সিভিল ইঞ্জিনিয়ার রীতিমতো কার্ডে ছাপিয়ে এ কথা সবাইকে জানিয়েছেন। বই, নতুন কিংবা পুরনো, পড়ার বই থেকে গল্পের- বাড়িতে যত বই রয়েছে সবই উপহার হিসেবে চেয়েছেন প্রশান্ত।
কিন্তু এত বই দিয়ে তিনি কী করবেন? লাইব্রেরি তৈরি করতে চান প্রশান্ত? না, লাইব্রেরি নয়! এই বই তিনি বিলি করে দিতে চান সে সমস্ত গরীব-দুঃস্থ শিশুদের, যারা টাকার অভাবে পড়ার বই জোগাড় করতে পারে না।
নিজে কষ্ট করে পড়াশোনা করেছেন প্রশান্ত। তাই জানেন ছত্তিশগড়ের মতো রাজ্যে থেকে উচ্চশিক্ষার জন্য কতটা কাঠখড় পোড়াতে হয়। যে অভাবের মধ্যে দিয়ে প্রশান্তকে পথ চলতে হয়েছে, তিনি চান না সে কষ্ট অন্য কেউ ভোগ করুক। সেই কারণেই দুঃস্থ পড়ুয়াদের মধ্যে দীর্ঘদিন ধরে বই বিতরণ করে চলেছেন তিনি।
ইতোমধ্যে ৫০,০০০ হাজার বই তিনি গরিব শিশুদের দিয়েছেন। এ কাজে তাকে সাহায্য করেছে ৫৫০ জন স্বেচ্ছাসেবী। বিয়েতে পাওয়া বইও এভাবেই বিলিয়ে দিতে চান তিনি।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৭/ওয়াসিফ