পার্কিং লটে জায়গা নেই। পার্কিং লটে একেবারে ভর্তি গাড়িতে। তাই নতুন কোনও গাড়িকে জায়গা দিতে চাইছিলেন না রক্ষী। সেই কারণেই নতুন গাড়ির পথ আটকে ছিলেন তিনি। কিন্তু কে শোনে কার কথা। ওখানেই পার্কিং করতে মরিয়া চালক।
কোনও বাধাই মানছিলেন না গাড়ি চালক। গাড়ির সামনে দাঁড়িয়ে হাত দেখিয়েও কোনও কাজ হচ্ছিল না। গতি না কমিয়েই পার্কিং লটের দিকে এগিয়ে আসছিল গাড়িটি। নিরুপায় হয়ে শেষে গাড়ির সামনে শুয়ে পড়েন রক্ষী। তাতেও থামেনি গাড়ি, রক্ষীকে চাপা দিয়েই সটান পার্কিং লটে ঢুকে পড়ে গাড়িটি। মৃত্যু না হলেও গুরুতর আহত হয়েছেন রক্ষী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এখনও পর্যন্ত চালককে গ্রেফতার করা না হলেও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। চীনের শেনজেন শহরের এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় যিনিই দেখেছেন তিনিই চমকে গিয়েছেন। দোষীর শাস্তিরও দাবি জানিয়েছেন অনেকে।
বিডি-প্রতিদিন/ ১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪