শরীরে একটি নয়, দুইটি হৃদযন্ত্র বহন করছেন ভারতের কেরালার ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। তার হৃদযন্ত্র মাত্র ১০ শতাংশ কাজ করছিল। পরে সেটির সঙ্গে অপর এক নারীর হৃদযন্ত্র জুড়ে দেয়া হয়েছে। যাতে দুটি মিলে চাপ সমানভাবে নিতে পারে।
কেরালার ওই ব্যক্তি প্রথম ভারতীয়, যিনি শরীরে দুইটি হৃদযন্ত্র বহন করছেন। তামিলনাড়ু রাজ্যের কোভাই মেডিক্যাল সেন্টার হাসপাতালের চিকিৎসকরা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন। প্রথমে ওই যুবকের বুকের ডানদিকে হৃৎপিণ্ড বসানোর জায়গা তৈরি করা হয়। বসানো হয় একটি অতিরিক্ত হৃদযন্ত্র।
পরে পেসমেকারের সাহায্যে ওই যুবকের দেহে পুরনো ও নতুন হৃদযন্ত্র দুটির মধ্যে সমন্বয় সাধন করেন চিকিৎএসকরা এবং অস্ত্রোপচারটি করা হয় ওই যুবকের হৃদযন্ত্রকে সচল রেখেই।
হাসপাতালের সার্জন ডা. প্রশান্ত বিজয়নাথ বলেন, প্রায় সময়বয়সী এক নারীর হৃদযন্ত্র পেয়েছিলাম। গত সোমবার মস্তিষ্কের মৃত্যু হওয়া ওই নারীকে আনা হয়। দু'জনের হৃদযন্ত্রের আকার সমান ছিল। এজন্য এ সিদ্ধান্ত নিয়েছিলাম।
বিডি প্রতিদিন/৩ জুন, ২০১৭/ফারজানা