বাড়ি ফিরে বাড়ির মালিক দেখলেন, গোটা বাড়ির একেবারে লণ্ডভণ্ড অবস্থা। ফ্রিজের দরজা খোলা, আয়নার কাচ ভাঙা, জিনিসপত্র এলোমেলো করে ছড়ানো ছিটানো। বাড়িতে চোরের উপদ্রব হয়েছিল ভেবে পুলিশে খবর দিলেন তিনি। পুলিশ এসে তদন্ত করেও তেমন কোনও সূত্র খুঁজে পায়নি। কারণ ফ্রিজের কিছু খাবার ছাড়া আর কিছুই খোয়া যায়নি।
পুলিশের নানা প্রশ্নের উত্তর দিতে দিতে গৃহকর্তা ঘরের সিসিটিভি রেকর্ডিং খুলে দেখেন। আর তখনই তার চোখ উঠে যায় কপালে। চোরের ছবি ধরা পড়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরায়। কিন্তু গৃহকর্তা ততক্ষণে বুঝে গিয়েছেন, ভিডিও ফুটেজে চোর ধরা পড়লেও তাকে ধরা পুলিশের কাজ নয়। কারণ বাড়ি লণ্ডভণ্ড করে ফ্রিজ খুলে খাবার নিয়ে পালিয়েছে একটা ভালুক।
তবে শুধু খাবার খেয়েই পালিয়ে যায়নি সে। ভিডিওটিতে দেখা গেছে, ঘুরে ফিরে বাড়ির পিয়ানো বাজাচ্ছে সে। আসলে পিয়ানোর রিডে হাত রেখে উঠে দাঁড়িয়েছে বার বার। দিন পাঁচেক আগে ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কোলোরাডোর ভেইল শহরে। ঘরে ঢুকে ভালুকের সেই পিয়ানো বাজানোর ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিডি-প্রতিদিন/ ৭ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২