বই আমাদের আবেগকে নাড়া দেয়। বই পড়ে আমরা আনন্দিত বোধ করি, কষ্ট পাই, আবেগাপ্লুত হয়ে চোখের পানিও ফেলি। বই পড়ার পর আমাদের মধ্যকার অনেক বদ্ধমূল ধারনা প্রশ্নবিদ্ধও হয়। আমাদের বাস্তবের সঙ্গে পরিচয় করিয়ে দেয় বইয়ের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। শারিরীক উদ্দীপনাকে বাড়িয়ে তোলার ক্ষমতাও রাখে বই। শুরুতে বিতর্কিত হলেও এ ধরনের বেশিরভাগ বই-ই পরে সেরা বিক্রিত বইয়ের তালিকায় স্থান করে নিয়েছে।
তেমনই আটটি বই
জুড ডেভেরাক্সের 'লস্ট লেডি', অ্যানাই নিনের 'ডেল্টা ডি ভেনাস', নোরা রবার্টসের 'ডান্স আপন দ্য এয়ার', তামারা ওয়েবারের 'ইজি', লোরেলেই জেমসের 'লং হার্ড রাইড', অনন্তর 'প্লে উইথ মি', জেনা শোওয়াল্টারের 'দ্য ডার্কেস্ট নাইট', চিপ ডাস্কি ও ম্যাট ফ্রাকশনের 'সেক্স ক্রিমিনালস ; ওয়ান উইয়ার্ড ট্রিক'।
বিডি প্রতিদিন/৮ জুন, ২০১৭/ফারজানা