অস্ট্রেলিয়াই কি আপাতত পৃথিবীর সবচেয়ে ভয়ানক জায়গা? যেখানে বাস করতে হয় প্রাণ হাতে করে? বলা মুশকিল! তবে যেভাবে একের পর এক সাপের হানার খবর নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে জায়গা করে নিচ্ছে এই দেশ, তা দুই চোখ কপালে তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট! শোবার ঘর, গোসলখানা, গাড়ি- যে কোনো জায়গা থেকে মাঝে মাঝেই কিলবিল করে বেরিয়ে আসছে বিষধর সাপ!
বেরানো বাকি ছিল শুধু অ্যাকসেসরি থেকে। এবার সেই জায়গাটাও পূর্ণ হল! যখন খবর এল, এক দমকলকর্মীর হেলমেটের ভিতরে হানা দিয়েছে এক বিষধর!
জানা গেছে, ঘটনাটি ঘটেছে নিউসাউথ ওয়েলসের রাদারফোর্ড দমকল কেন্দ্রে। শুক্রবার সকালে এক দমকলকর্মী কাজে যোগ দিতে এসে যখন হেলমেটে হাত দেন, তখনই ব্যাপারটা টের পান! সঙ্গে সঙ্গে তার হাত থেকে আতঙ্কের চোটে ছিটকে যায় হেলমেটটি। কিন্তু, দুর্ভাগ্যবশত সাপটা পালাতে পারেনি। নিজেকে সে ততক্ষণে জড়িয়ে ফেলেছে হেলমেটের স্ট্র্যাপের সঙ্গে।
অতঃপর, সাপুড়েকে খবর দেওয়া ছাড়া আর উপায় ছিল না। তিনি এসে কীভাবে হেলমেট থেকে বের করে আনেন সাপটিকে।
জানা গেছে, ওই দমকলকর্মীর হেলমেটে ঢুকেছিল লাল জাতের বিষাক্ত অস্ট্রেলিয়ান এক সাপ!
বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৮/আরাফাত