বিয়ের আগে হবু বরের সঙ্গে হাত ধরাধরি করে ঘোরাও সেখানে অপরাধ। আর সেই কাজ করার জন্যই যুগলকে পেতে হল চরম শাস্তি। প্রকাশ্যে সালিশ ডেকে বেত্রাঘাত করা হল তাদের। প্রত্যেককে ২০ বার করে বেত্রাঘাত করা হয়।
এমন আইন চলে আসছে ইন্দোনেশিয়ার অ্যাচেতে। ২০০১ সাল থেকে এখানে কায়েম রয়েছে শরিয়তি আইন। যা মেনে চলতে হয় প্রত্যেক বাসিন্দাকে। সেই আইন অনুযায়ী বিয়ের আগে হবু বরের সঙ্গে ঘনিষ্ঠতা মানে বিবাহপূর্ব যৌনতার সামিল।
অবাধ্যতায় প্রকাশ্যে মেলে চরম শাস্তি। সেটা জেনেও আবেগের বশেই একে অপরের সঙ্গে একটু ঘনিষ্ঠ হয়েছিলেন এই যুগল। বিয়ে সামনেই। কিন্তু এক প্রতিবেশী সেই দৃশ্য দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে নালিশ যায় মসজিদে। এরপর ডাকা হয় সালিশ সেখানেই বেত্রাঘাতে শাস্তি।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। এর আগে এই এলাকায় মদ বিক্রির জন্য এই একই শাস্তি হয়েছিল এক ব্যক্তির।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর