মধ্যরাতে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের এক বাসিন্দা হন্তদন্ত হয়ে হাসপাতাল পৌঁছান। কারণ তার মলদ্বার দিয়ে বেরিয়ে এসেছে রহস্যময় একটি গোলাকার বস্তু। শরীরের পশ্চাদদেশের সঙ্গে যুক্ত পিণ্ডটি ছিল মলদ্বার যেটি শরীরের সঙ্গে তার সংযুক্তি হারিয়ে বাইরে বেরিয়ে আসে।
ডাক্তাররা জানান, টয়লেটে ৩০ মিনিটের বেশি সময় ধরে বসে থাকলে মলদ্বার বেরিয়ে আসার ঝুঁকি থাকে এবং ওই ব্যক্তির ক্ষেত্রেও তাই হয়েছে।
ঘটনার শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সু ডান চিকিৎসা করান। ঘটনার স্বীকার ব্যক্তি মলত্যাগ করার সময়টাতে স্মার্টফোনে গেম খেলছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম কান কান নিউজ জানায়, চীনের গুয়াংদুং প্রদেশের জংশান এলাকায় ৪ ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটে। চিকিসক সু ডান ওই ঘটনাটিকে বিপজ্জনক বলে উল্লেখ করে বলেন, চার বছর বয়সেও ওই ব্যক্তি এমন ঘটনার স্বীকার হন। কিন্তু ঠিকমতো চিকিৎসা না হওয়ায় বিষয়টি আরো খারাপ হয়ে যায়। সূত্র : ডেইলি মেইল
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা