পৃথিবীতে কত রকমের না মানুষ থাকেন। অবাক করা নানান কাণ্ড ঘটিয়ে ফেলেন তারা। সেরকমই একজন রাশিয়ার কালিনিনগ্রাদের অ্যাডাম কার্লিকেল। সারা শরীরে উল্কি করতে চান, আর সেকারণে নিজের গোপনাঙ্গ অস্ত্রোপচার করে বাদ দিয়ে দিলেন তিনি।
কিন্তু কেন এমন করলেন তিনি? জানা গেছে, ৩২ বছর বয়সি অ্যাডাম জানতে পেরেছিলেন তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এদিকে, ইতিমধ্যে শরীরের ৯০ শতাংশ অংশে উল্কি এঁকে ফেলেছিলেন তিনি। কিন্তু এরপরই তার মাথায় আসে সারা শরীর জুড়ে উল্কি আঁকার কথা।
কিন্তু গোপনাঙ্গের জন্য সেটি করা সম্ভব হচ্ছে না। তাই সেটি বাদ দিয়ে পুরো শরীর জুড়ে উল্কি আঁকতে হবে বলে সিদ্ধান্ত নেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। শেষে অস্ত্রোপচার করিয়ে নিজের গোপনাঙ্গ এবং বুকের বৃন্তদু’টি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
মেক্সিকোতে গিয়ে অ্যাডাম নিজের অস্ত্রোপচার করান। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি এরকম আর কেউ করেনি। আমি সবার থেকে আলাদা। তবে জীবন অনেক ছোট, জানি না কাল কী হবে! তাই এই সিদ্ধান্ত।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর