বিশ্বের চৌকস গার্ডের মধ্যে অন্যতম ব্রিটেনের রানির রাজকীয় গার্ড বাহিনী। যুগ যুগ ধরে সুনামের সঙ্গে বাহিনীটি রানি ও রাজপরিবারের সেবায় নিয়োজিত। আর তাদের কাজে কোনো বাধা আসলে পরিণতি মারাত্মক। তেমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন এক নারী।
জানা যায়, যুক্তরাজ্যের উইন্ডসর রাজপ্রাসাদের সামনে সুসজ্জিত রাজকীয় গার্ড বাহিনী নিয়ম অনুযায়ী তাদের প্যারেড করছিল। প্রতিদিনই এ ঘটনা দেখতে আসেন বহুসংখ্যক পর্যটক। তেমনই একটি ঘটনায় নিরাপত্তা বেষ্টনী পার হয়ে গার্ড বাহিনীর সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন এক নারী।
এরপর কী হলো, সে ঘটনা দেখা গেছে এক ভিডিওতে। তাতে দেখা যায় রাজকীয় গার্ড সদস্য সেই নারীকে ধাক্কা দেন। এ সময় তিনি বলে উঠেন, ‘রানির গার্ডদের পথ দিন।’
যুক্তরাজ্যের এ রাজকীয় গার্ড বাহিনী প্রায় সাড়ে তিনশ বছর ধরে রাজপ্রাসাদ পাহারা দেয়। তাদের কাজে কেউ বাধা দিলে বলপ্রয়োগ ও গ্রেপ্তার করার নির্দেশও রয়েছে। তবে ঐতিহ্যবাহী পোশাক ও রোবটের মতো আচরণের কারণে তাদের দেখতে বহু পর্যটকই ভিড় করে।
ঘটনার শিকার সেই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে ভিডিওতে তাকে চীনা বংশোদ্ভূত বলেই মনে হয়েছে। তার কোনো আঘাত লাগেনি বলেও জানিয়েছে ডেইলি মেইল। সে নারী রাজকীয় গার্ডের পথরোধ করার ভিডিওটি দেখা গেছে অনলাইনেও-
বিডি-প্রতিদিন/ ই-জাহান