প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে যুক্তরাষ্ট্র। কখনও কখনও তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের ৪০ ডিগ্রি নীচে। তীব্র ঠান্ডায় ঘরবন্দি প্রায় সকলেই। রাস্তাঘাট ঢেকে গিয়েছে বরফে, বিঘ্নিত হচ্ছে দৈনন্দিন কাজকর্মও। তবে এর মধ্যেও ঠাণ্ডা নিয়ে মজা করতে ছাড়ছেন না নেটিজেনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সে রকমই একটি ঘটনা।
সম্প্রতি টেলর স্কালন নামের এক নারী ঠাণ্ডায় চুল জমে বরফ হয়ে যাওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, যুক্তরাষ্ট্রের লোয়া প্রদেশের বাসিন্দা টেলর তার ভেজা চুলটি শুকনোর জন্য পানি ঝাড়তে চেয়ে উপরের দিকে ছুড়ে দেন। কিন্তু তার চুলের গোছা নীচে নেমে আসার আগেই ঠাণ্ডায় জমে যায়। কতটা তীব্র ঠান্ডা সেটা বোঝানোর জন্যই তিনি এমন করেছেন বলে জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বার সঙ্গে সঙ্গেই ব্যাপক জনপ্রিয় হয়েছে ভিডিয়োটি। দু'দিনেই প্রায় ৩ লক্ষ ইউজার দেখে ফেলেছেন ভিডিয়োটি। আসছে নানা রকম মজার মন্তব্যও। কেউ কেউ এমনও বলেছেন যে, এই তীব্র ঠাণ্ডায় বাইরে বের হবার থেকে ঘরে বসে এই ধরনের ভিডিও দেখা বরং ভাল।
দেখে নিন সেই ভিডিওটি-
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর