স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় গাড়ি চালককে খুন করেছেন এক চিকিৎসক। খুনের পর এসিডের পাত্রে মৃতদেহ ফেলে দেন। বহুদিন ধরেই তিনি সেই গাড়ি চালককে খুন করতে চেয়েছিলেন। পরিকল্পনা সফল করতে আগে থেকে তাই অ্যাসিড এবং কাটারি মজুত করে রেখেছিলেন। মঙ্গলবার চিকিসককে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত সেই চিকিৎসকের নাম সুনীল মন্ত্রী (৫৬)। তিনি খ্যাতনামা অর্থোপেডিক চিকিৎসক। ভারতের মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদে এ ঘটনা ঘটেছে। গাড়ি চালকের নাম বীরেন্দ্র পচৌরি। এ ঘটনায় চিকিৎসকের স্ত্রী পলাতক।
সুনীল মন্ত্রী জানান, সোমবার রাতে নিজের বাড়িতেই ৩০ বছরের বীরেন্দ্রর গলার নলি কেটে খুন করেন। তার পর দেহটির বেশ কয়েকটি টুকরো করেন তিনি।
স্ত্রীর থেকে দূরে থাকার জন্য বীরেন্দ্র তাকে ক্রমাগত হুমকি দিত বলে অভিযোগ করেছেন সুনীল মন্ত্রী। তিনি বলেন, এ জন্য দীর্ঘদিন ধরেই বীরেন্দ্রকে খুন করার পরিকল্পনা ছিল তার।
পুলিশ সুপার অরবিন্দ সাক্সেনা জানান, মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে চিকিৎসকের কথাবার্তায় অসঙ্গতি পান তদন্তকারীরা। ঘরের ভিতর ঢুকতেই মেঝেতে রক্তের দাগও দেখতে পায় পুলিশ। এর পরই ক্রমাগত জেরায় খুনের কথা স্বীকার করেন চিকিৎসক।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/ফারজানা