পান্ডার খাঁচায় পড়ে গেল বছর আটের একটি মেয়ে। প্রায় দশ ফুটের পাঁচিল। সামনে দাঁড়িয়ে বিশালাকার২ পান্ডা। কান্না ছাড়া প্রাণ বাঁচানোর কোনো পথ নেই সেই মেয়ের। একটা লম্বা লাঠি ঝুলিয়ে মেয়েটিকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে চিড়িয়াখানার নিরাপত্তারক্ষী।
বাইরে কান্নায় ভেঙে পড়েছেন মেয়েটির মা-বাবা। এই বুঝি মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ল এমন উৎকণ্ঠায় মুহূর্ত গুনছেন অন্যন্য পর্যটকরাও। এরই মধ্যে তৃতীয় একটি পাণ্ডার প্রবেশ। শঙ্কার পারদ চড়তে থাকে। হাড়হিম করা এমনই একটি ঘটনার সাক্ষী রইল চীনের সিনচুয়া প্রদেশের একটি চিড়িয়াখানা।
অবশেষে ঘটনার পরিণতি কী হল, নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আপনার। ভিডিওতে দেখা গিয়েছে, নিরাপত্তারক্ষীর নিরলস পরিশ্রমে অক্ষত অবস্থায় পান্ডাদের হাত থেকে উদ্ধার করা হয় ওই শিশুটিকে। সন্তানকে কাছে পেয়ে হাঁফ ছেড়ে বাঁচেন মেয়েটির মা-বাবা। সাধারণ, পান্ডা শান্ত স্বভাবের হলেও পর্যটকদের চিৎকারে বড়সড় অঘটনও হতে পারত বলে আশঙ্কা ছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষের।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়। পান্ডাদের মুখ থেকে মেয়েটিকে বাঁচানোর জন্য লিউ গুইহুয়া নামে ওই নিরাপত্তারক্ষীকে ধন্যবাদ জানান নেটিজেনরা। জানা গেছে, শিশুটির শারীরিক অবস্থা খতিয়ে দেখতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর