পূর্ব চীনের একটি চিড়িয়াখানায় অদ্ভুদ এক ঘটনা ঘটেছে। বেশ মজা করেই ভল্লুকদের খাওয়াচ্ছিলেন এক যুবক। হঠাৎই নিজের দামি ফোনটি তিনি ছুড়ে দেন সেই ভল্লুকের খাঁচায়! চারপাশের বাকি দর্শকেরা তখন অবাক। চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে চীনের জিয়াংসু প্রদেশের ইয়ানচেং ওয়াইল্ডলাইফ পার্কে।
ভল্লুকের খাঁচায় নিজের দামি ফোন ছুড়ে দেওয়ার এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, ওই যুবক ভল্লুকদের খাওয়ানোর সময় ভুল করে নিজের ফোনটি ওই খাঁচায় ফেলে দেন। যুবকটির এই কাণ্ড দেখে দ্বিধাবিভক্ত হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। কেউ কেউ এই দুর্ঘটনার জন্য সহমর্মিতা দেখিয়েছেন যুবকটির প্রতি। কেউ কেউ আবার এটিকে শুধুই একটি পাবলিসিটি স্টান্ট বলে মনে করছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ফোনটি খাঁচায় ফেলে দেওয়ার পরে একটি ভল্লুক সেটিকে নখ দিয়ে আঁচড়াতে আরম্ভ করে; তারপর মুখে করে তুলে নিয়ে যায় সেটি। কেউ কেউ মজা করে ওই ভিডিওর নীচে লিখেছেন যে, ভল্লুকদের খাওয়ানোর জন্য এখন পর্যন্ত এটিই সবথেকে ‘দামি’ ভুল।
যদিও পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই ফোনটি উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে যুবকের কাছে। কিন্তু ততক্ষণে এই যুবকের কীর্তিকলাপ সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ