কোনওদিন হাতি, কোনওদিন গরু, কোনওদিন কুকুর আর কোনওদিন শিয়াল। পশুদের উপর মানুষের অত্যাচারের যেন প্রতিযোগিতা চলছে এদেশে। এই পরিস্থিতিতে একটি কুকুরের কাহিনি আবার যেন বলে দিতে চায়, ওদের মতো বন্ধু কে আছে? কুকুরদের নিয়ে এমন কথা অবশ্য বারেবারেই শোনা যায়। সেই কথা যে খুব একটা ভুল নয়, তার প্রমাণ বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপটের সময়ও বারবার বোঝা যাচ্ছে।
এবারের ঘটনা অবশ্য করোনাভাইরাসের আঁতুরঘর চীনের উহানে। ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন মনিব। সেই ঘটনা নিজের চোখেই দেখেছে কুকুরটি। সেই বন্ধু হারানোর ঘটনা দেখে যেন থমকে গেছে এই পোষ্য। মনিব আর ফিরবে না বুঝেও দিনের পর দিন ওই ব্রিজের উপরই বসে আছে কুকুরটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুকুরটির চোখে পানিও দেখেছেন তারা।
ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যা দেখে কেঁদে উঠেছেন নেটপাড়ার বাসিন্দারাও। স্থানীয় এক বাসিন্দা কুকুরটিকে বেশ কয়েকদিন বসে থাকতে দেখে তাকে খাবার-পানি দেয়। কিন্তু পোষ্যটি তা ছুয়েও দেখেনি। এমনকি তাকে ওই বাসিন্দা বাড়ি নিয়ে গেলেও সেখানে থাকেনি। ফিরে এসেছে সেই ব্রিজের উপর। তাকিয়ে রয়েছে নদীর দিকে, যেখানে মনিবকে ঝাঁপ দিতে দেখেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ৩০ মে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ মিলেছে নদীতে। যদিও পুলিশ আসার পর থেকেই লাপাত্তা পোষ্যটি। তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মনিবের জন্যে পোষ্য কুকুরের এই প্রেম অবশ্য নতুন নয়। হাচিকোর কথা মনে আছে? জাপানের সেই আকিতা প্রজাতির কুকুর, যে রেল স্টেশনের বাইরে মনিবের অপেক্ষায় কাটিয়ে দিয়েছিল কয়েক বছর। কিন্তু মনিবের মৃত্যু হওয়ায় হাচিকোর অপেক্ষা আর শেষ হয়নি। চীনেও এর আগে ঘটেছে এমনই ঘটনা। গাড়ি দুর্ঘটনায় মনিবের মৃত্যুর পর ৮০ দিনের বেশি সেই জায়গাতেই তার পথ চেয়ে অপেক্ষায় ছিল পোষ্য কুকুর। আবার সেই চীনেই ঘটল একই ধরনের ঘটনা।
বিডি প্রতিদিন/কালাম