ভারতের জম্মু ও কাশ্মীরে একটি কোয়ারেন্টাইন সেন্টারের ভিডিও ইন্টারনেটে ভাইরাল। করোনাভাইরাসের উপসর্গ আছে এমন ব্যক্তিদের চিকিৎসায় রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ওই সেন্টারটি স্থাপন করেছিল। কিন্তু ভিডিওতে দেখা গেছে, সেন্টারে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে চলছে ক্রিকেট ম্যাচ। সেন্টারে সারি সারি বিছানা পাতা। তাতে কেউ কেউ বসে, শুয়ে বিশ্রাম করছেন। তাদের পাশেই খেলা হচ্ছে ক্রিকেট।
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার টুইটার হ্যান্ডলে বুধবার ভিডিওটি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, যেখানে ক্রিকেট খেলা হচ্ছে তার পাশেই বেডে শুয়ে আছেন কয়েক জন। একটি বেড থেকে অন্যটির মধ্যে বেশ কয়েক ফুটের দূরত্ব রয়েছে। কিন্তু যেখানে খেলা হচ্ছে তার পাশেই রয়েছে অন্তত দু'টি বেড।
ভিডিওটি পোস্ট হওয়ার পর অনেকেই যেমন সময় কাটানোর এমন পথ খুঁজে নেওয়ার জন্য ওই যুবকদের প্রশংসা করেছেন, তেমন অনেকেই সমালোচনা করেছেন। একটি বদ্ধ ঘরের মধ্যে এভাবে রোগীদের পাশে ক্রিকেট খেলা কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, যেভাবে ক্রিকেট খেলা হচ্ছে তাতে বল গিয়ে লাগতেই পারে পাশের বেডের কোনও রোগীর গায়ে।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস ভিডিওটি পোস্ট করে লিখেছেন, অনেকেই প্রশ্ন করেন, ভারতের কোন জিনিসটা সব থেকে ভালবাসেন তিনি?” অর্থাৎ তিনি যে ভারতের এই ক্রিকেট প্রেমকে সব থেকে বেশি ভালবাসেন সেটাই বোঝাতে চেয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার।
বিডি প্রতিদিন/ফারজানা