ভারতের দিঘার মোহনায় বিশালাকার একটি মাছ উঠল মৎস্যজীবীদের জালে। সোমবার সকালে মৎস্যজীবীদের ট্রলারে উঠে আসে ওই চিলশঙ্কর মাছ। মাছটির ওজন প্রায় ৭৮০ কিলোগ্রাম। মাছটি প্রায় আট ফুট লম্বা ও পাঁচ ফুট চওড়া।
দিঘার কাছে উদয়পুর সৈকতের কাছে ধরা পড়ে মাছটি। সেই মাছটিকে স্থানীয় বাজারে নিয়ে আসার পর তা নিয়ে রীতিমতো উৎসাহ পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সেই মাছ ধরতে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। পাশাপাশি বিশালাকার মাছের ছবি-ভিডিও তোলা নিয়েও হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় বাজারে প্রায় ৫০ হাজার রূপিতে বিক্রি হয়েছে ওই বিশালাকার মাছটি।
পশ্চিমবঙ্গের মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের ডিরেক্টর পিনাকী রঞ্জন কর বলেছেন, ওই বিশালকার মাছ জালে উঠতেই চমকে যান মৎস্যজীবীরা। এটির ওজন প্রায় ৮০০ কিলোগ্রাম। এর আগেও দিঘাতে বিশালাকার মাছ ধরেছেন মৎস্যজীবীরা। কিন্তু এটা সবচেয়ে বড়। মাছটি স্থানীয় বাজারে ৫০ হাজার রূপি বিক্রি হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত