১৫ আগস্ট, ২০২০ ১৮:৪১

চিড়িয়াখানার বাঘ-সিংহ এবার ফেসবুক লাইভে

অনলাইন ডেস্ক

চিড়িয়াখানার বাঘ-সিংহ এবার ফেসবুক লাইভে

ভারতে এবার পশু-পাখিরাও ফেসবুক লাইভে আসবে! তা-ও আবার দিনে দুবার। রবিবার এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রথম লাইভ হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। তার পর ফের লাইভ হবে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। খবর আনন্দবাজারের।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে ভারতের আলিপুর চিড়িয়াখানা বন্ধ। বন্ধ দার্জিলিং চিড়িয়াখানাও। একারণে সেখানে গিয়ে জীবজন্তু দেখার উপায় নেই। তাই দর্শকদের কথা মাথায় রেখে এবার ফেসবুক লাইভের মাধ্যমে পশু-পাখিদের নিত্যদিনের কর্মকাণ্ড তুলে ধরবেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঘরে বসেই বাঘ-সিংহের গর্জন, পাখির কলতান শুনতে পাবেন দর্শকেরা। হাতি-গন্ডার-জিরাফ দেখা যাবে ফেসবুক লাইভে।

ফেসবুক লাইভে হরিণ, মেছো বিড়াল থেকে কুমির ছানার পাশাপাশি দেখা যাবে অ্যানাকোন্ডা সাপও। 

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'লকডাউনের সময় চিড়িয়াখানা বন্ধ রয়েছে। পশুপাখিদের দেখার সুযোগ পাচ্ছেন না অনেকে। শিশু থেকে বয়স্ক-অনেকেরই আক্ষেপ তা নিয়ে। তাই সেই আক্ষেপ মেটাতে এবার ফেসবুক লাইভ হবে প্রতি দিন। জীবজন্তুরা কী করছে, ঘরে বসেই দেখার সুযোগ পাবেন দর্শকেরা।'

শুধু আলিপুর চিড়িয়াখানাতেই নয়, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক থেকেও ফেসবুক লাইভ হবে। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর