২৭ জানুয়ারি, ২০২১ ১৭:১৫

পৌর নির্বাচন: দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

ভোলা প্রতিনিধি

পৌর নির্বাচন: দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

ভোলা পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল ইসলাম ও অবিনাশ নন্দি এর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গ্রুপের মধ্যে ১০ জন আহত হয়েছে। আজ বুধবার শহরের বাপ্তা বাসস্টান্ড এবং স্টেডিয়াম রোড এলাকায় কয়েক দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এদিকে দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে হামলার শিকার আহত কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দী অভিযোগ করেন, সকালে গণসংযোগকালে মঞ্জুরুল ইসলামসহ তার সমর্থিতরা পেছন থেকে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে প্রার্থী অবিনাশ নন্দিসহ তার ৭ থেকে ৮ জন সমর্থক আহত হয়েছেন। আহতদেরকে ভোলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান অবিনাশ নন্দি। 

অপরদিকে হামলার অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল ইসলাম দাবি করেন প্রতিপক্ষ অবিনাশ নন্দির সমর্থকরা তার সমর্থকদের উপর হামলা চালায়। এতে করে তার এক সমর্থক আহত হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর