গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ শিবির কর্মী অষ্টম শ্রেণীর ছাত্র সোহানুর রহমান সোহাগ (১৪) আজ মঙ্গলবার ভোরে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।
গত ১৯ জানুয়ারি সুন্দরগঞ্জের খানাবাড়ি গ্রামে পুলিশ হত্যার আসামি ধরতে গেলে জামায়াত শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের অবরুদ্ধ করে। পরে পুলিশ উদ্ধারে যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালালে জামায়াত শিবির কর্মীরা তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ২২ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক জামায়াত কর্মী ও গ্রামবাসী আহত হন। ওই সময় পুলিশের গুলিতে আহত হন রামভদ্র রাজবাড়ি গ্রামের সোহাগ। এতদিন গোপনে চিকিত্সা নিচ্ছিলেন তিনি। আজ ভোরে তাঁর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি সোহাগের মৃত্যুর বিষয়ে অবগত নন বলে জানান।