নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ইনচার্জ আবদুর রউফ জানান, দুর্ঘটনায় একটি ট্রাক উল্টে যায়। ওই ট্রাকের ভেতর থেকে দু্'জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন চাপাই নবাবগঞ্জের ট্রাকের ড্রাইভার সেলিম (৩৫) ও হেলপার নজরুল (২২)।