নরসিংদীর চাঞ্চল্যকর ৬ খুনের মামলায় বিচারিক আদালতের দেওয়া ৭ আসামির ফাঁসির দণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
আজ বিচারপতি ভবানী প্রসাদ সিংহের একক বেঞ্চ (তৃতীয় বেঞ্চ) এ রায় দেন।
এর আগে ১৯ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছিলেন।
মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- আক্তারুজ্জামান, দুধ মিয়া, ফজলুল হক, জাহাঙ্গীর, স্বপন, শফিক ও শহীদ।
আদালতে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
২০০৮ সালের ১৭ মার্চ নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ এ কে এম আবুল কাশেম এ মামলার রায়ে ৭ জনকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।
এরপর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি শহিদুল ইসলাম ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট গঠিত বেঞ্চ বিভক্ত রায় দেন।
এর মধ্যে জ্যেষ্ঠ বিচারপতি শহিদুল ইসলাম বিচারিক আদালতের দেওয়া ৭ আসামির মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে আসামিদের খালাস দেন। অন্যদিকে কনিষ্ঠ বিচারপতি আব্দুর রউফ ৭ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন।
পরে নিয়ম অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি এ ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিচারপতি ভবানী প্রসাদ সিংহকে দিয়ে তৃতীয় বেঞ্চ গঠন করেন। পরে এ বেঞ্চে শুনানি শেষে বুধবার কনিষ্ঠ বিচারপতি আব্দুর রউফের সঙ্গে একমত পোষণ করে রায় দেন আদালত।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৬ মে নরসিংদীর ভেলানগর গ্রামে একই পরিবারের ৬ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ২২ মে সালমা বেগমের বড় ভাই শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত করেন তৎকালীন র্যাব কর্মকর্তা ও বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) বাবুল আক্তার।