যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি জানিয়েছেন, 'প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে আগামী বছরের এপ্রিল মাসে মেট্রোরেলের কাজ শরু হবে। এর আগে চলতি বছরের ডিসেম্বর মাসে এ প্রকল্পের জন্য দরপত্র আহবান করা হবে।'
আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডিসিসিএ’র সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
মন্ত্রী জানান, 'ঢাকা শহরের যানজট নিরসনে এ যাবতকালের সবচেয়ে বড় এ প্রকল্পের কাজ আগামী ২০১৯ সালে শেষ হবে।'
তিনি আরও জানান, 'বিআরটিএ’র লাইন-৩ এর সমীক্ষা চলছে। এখনো এটি ডিজাইনের পর্যায়ে রয়েছে। লাইনটি বাস্তবায়ন হলে মেট্রোরেলের ১৬ স্টেশনে প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী চলাচল করতে পারবেন। এডিবি’র সহায়তায় বাস্তবায়নাধীন এ প্রকল্প আগামী ডিসেম্বর নাগাদ একটি পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।'
মন্ত্রী স্বীকার করেন, বিআরটিসি’রও কিছু ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল করছে। কিছু ‘আনফিট’ চালকও রয়েছেন, যারা বেপরোয়া গাড়ি চালান।