রাজধানীর মতিঝিল থানায় করা ককটেল বিস্ফোরণের একটি মামলার দায় থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহবায়ক মির্জা আব্বাস। আজ রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলমগীর কবির রাজ কটেল বিস্ফোরনের ওই মামলা থেকে মির্জা আব্বাসকে অব্যাহতি দেন।
এর আগে এই মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। আবেদনে বলা হয়, এই ঘটনার সময় আসামি মির্জা আব্বাস কারাগারে ছিলেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। এ কারনে এই মামলার একটি সাক্ষীও তার বিরুদ্ধে কিছুই বলেন নাই। তাই আসামি মির্জা আব্বাসকে এই মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হোক।
এদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবী এম মনিরুজ্জামান অব্যাহতির বিরোধীতা করে আদালতকে বলেন, আসামি মির্জা আব্বাসের হুকুমে অন্য আসামিরা রাজধানীর মতিঝিল থানাধীন ইসলামী ব্যাংক হাসপাতালের পূর্বপাশে এজিবি কলোনির কাছে পুলিশকে হত্যার উদ্দেশে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। তাই মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হোক। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মির্জা আব্বাসকে অব্যাহতি দিয়ে মামলার বাকী ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
উল্লেখ্য, ২০১০ সালের ২৭ জুন মতিঝিল থানায় এই মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ২০১০ সালের ২৭ জুন বিএনপি জামায়াতের একটি মিছিল মতিঝিল থানাধীন ইসলামী ব্যাংক হাসপাতালের পূর্বপাশে এজিবি কলোনির কাছে আসলে হঠাত্ তারা পুলিশের উপর চড়াও হয়। এসময় পুলিশকে হত্যার উদ্দেশে তারা ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এরপর ২০১২ সালের ২২ জুলাই মির্জা আব্বাসসহ ২০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মতিঝিল থানার এসআই আব্দুল লতিফ।