যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সারা দেশের সড়ক-মহাসড়ক থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন।
আজ শনিবার বেলা ১১টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে সড়ক ও জনপথ অধিদফতরের ‘উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণ কর্মকাণ্ডের অগ্রগতি ও সার্বিক পর্যালোচলা বিষয়ক সভা’য় মন্ত্রী প্রকৌশলীদের এ নির্দেশ দেন।
এসময় মন্ত্রী বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়েও কেউ অবৈধ স্থাপনা বসাতে পারবে না।
মন্ত্রী সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীকে উদ্দেশ্য করে বলেন, 'সারা দেশে যে ওজন নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে সেগুলো সচল করে অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে।'
মন্ত্রী জানান, '৭টি ওজন নিয়ন্ত্রণ যন্ত্রের মধ্যে মাত্র ৫টি সচল রয়েছে। এগুলোতেও অনিয়ম দুর্নীতি রয়েছে। রাস্তা ঠিক রাখতে হলে ওভারলোডিং মেশিন কার্যকর করতে হবে।'