আন্দোলনের নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি না খেলতে বিএনপি-জামায়াতের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিএনপি জামায়াতের তাণ্ডব: রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান করেন।
শেখ হাসিনা অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতা দখলকারী। যাদের জন্মই হয়েছিল ক্ষমতা দখল করে। তারা রক্তের ওপর বসে ক্ষমতায় এসেছে। আপনাদের প্রতি আহ্বান আপনারা দেশের সাধারণ মানুষের জীবন নিয়ে খেলবেন না। কারণ মানুষ হত্যা কোনো আন্দোলন নয়। এটা আন্দোলন হতে পারে না। এভাবে এক একটা মানুষের জীবনকে অন্ধকারে ঠেলে দেবেন না।
শেখ হাসিনা আরো বলেন, বিএনপির জন্মই হয়েছে মানুষের রক্তের স্রোতের ওপর। সেই বিএনপি জামায়াতকে নিয়ে দেশে তাণ্ডব চালিয়েছে। তারা আন্দোলনের নামে মানুষের জীবন নিয়ে খেলেছে।