মানব সভ্যতার ঐতিহ্যের অংশ জামদানিকে টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, জামদানি নিয়ে তিন ধরনের সমস্যা আছে। জামদানির দাম বেশি, গুণগত মান ও বাজারজাতকরণের বিষয়ে সমস্যা রয়েছে। তাই এটিকে টিকিয়ে রাখার জন্য সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন।
আজ রবিবার রাজধানীর নীলক্ষেতে ব্যানবেইজ ভবনে জামদানি নিয়ে বাংলাদেশ ও কোরিয়ান ইউনেসকো জাতীয় কমিশন আয়োজিত যৌথ সেমিনারে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা জামদানিশিল্পের তাঁতিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।
শিক্ষাসচিব মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলসহ জামদানিশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।