ভারতে অনুপ্রবেশের সময় মোহম্মদ আরাফাত রহমান নামে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকত উল-জেহাদ-অল-ইসলাম বা হুজি’র সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে বিএসএফ তাকে গ্রেফতার করে। আরাফাতের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্ডিয়ায়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।