ইসলামী ফ্রন্টের নেতা ও চ্যানেল আইয়ের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে জড়িতদের শিগগিরই খুঁজে বের করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর রাজাবাজারের নিজ বাসায় ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এর রহস্য উদঘাটন করা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী খুব দ্রুতই জড়িতদের খুঁজে বের করবে।
এদিকে আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর শেরে বাংলা নগর থানায় ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী একটি মামলা (নম্বর-২৭) করেছেন।