ঠাকুরগাঁও জগন্নাথপুর বাহাদুর পাড়া এলাকায় পানিতে ডুবে একই পরিবারের ২ জনসহ ৪ শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন: রিফাদ (১০), ফাহিদ (৯), নূপুর (৯) ও লতিফুর (১০)।
তাদের সকলে সিংঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। রিফাদ ও ফাহিদ ওই এলাকার এহাহেত হোসেনের ছেলে।
আজ বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, জগন্নাথপুর বাহাদুরপাড়া এলাকার ৪ শিশু স্কুল থেকে ফেরার পথে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করার সময় ডুবে যায়। পরে ওই পুকুরে আরো কয়েকজন শিশু গোসল করতে গেলে ওই শিশুদের লাশ দেখতে পায়। স্থানীয় লোকজন শিশুদের উদ্ধার করে।
জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর লিটন জানান, ৪ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান পানিতে ডুবে মৃত্যুর কথা স্বীকার করছেন।