ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) আসনের সাবেক এমপি ও সদরপুর উপজেলা আওয়ামী-লীগের সভাপতি বেগম সালেহা মোশাররফ (৬৫) আর নেই। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে ফরিদপুর ডায়াভেটিস হাসপাতালে হূদক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি........ রাজিউন)।
তিনি দীর্ঘ দিন যাবত্ ডায়েভেটিস ও হূদ রোগে ভুগছিলেন। মৃত্য কালে তিনি ৩ পুত্র, ২ কন্যাসহ বহু আত্নীয়-স্বজন রেখে গেছেন।
আজ শুক্রবার সকাল ১১টায় চরভদ্রাসন স্টেডিয়াম মাঠে ও বাদ জুম্মা সদরপুর উপজেলা পরিষদ ও সদরপুর প্রেস ক্লাবের পাশে বালুর মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে ফরিদপুরের আলীপুর কবর স্থানে তার স্বামী ভাষা সৈনিক, মুক্তিদ্ধের সংগঠক সাবেক এমপি মরহুম অ্যাডভোকেট মোশাররফ হোসেনের কবরের পাশে দফন করা হয়েছে।
প্রসঙ্গত, তিনি ১৯৯৬ সালে ফরিদপুর-৪ (সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে ও ২০০৯ সালের সংরক্ষিত মহিলা আসন থেকে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্বামী প্রয়াত অ্যাডভোকেট মোশাররফ হোসেন ফরিদপুর-৪ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।