কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ এর সদস্যরা। আজ শুক্রবার সকাল ৭টার দিকে টেকনাফ উপজেলার পুরনো ট্রানজিট ঘাট সংলগ্ন বেড়িবাঁধের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু শহরের নয়াপাড়ার মোহাম্মদ আলম (৪৭), ইতলিপাড়ার নুর আলমের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৫) ও জামন্নাপাড়ার সৈয়দ হোসেনের ছেলে নুর হোসেন (২৫)।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে টেকনাফ বিওপির হাবিলদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল বেড়িবাঁধের ওই অংশে অভিযান চালায়। এসময় ১০ হাজার ৮৫৫টি ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়। তাদেরকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।