উত্তর চব্বিশ পরগনা জেলা আদালতে তেলা হল নারায়নগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেনকে। ১৪ দিনের কারাগারের মেয়াদ শেষে শুক্রবার ফের তাঁকে আদালতে আনা হয়। নূরের সঙ্গে এদিন আদালতে আনা হয় তার দুই সহযোগীকেও। তবে এদিন আশ্চর্যজনকভাবেই নীরব থাকলেন নূর।
বেলা একটা নাগাদ আদালতে প্রবেশের সময় সাংবাদিকরা নূরকে প্রশ্ন করলেও মুচকি হেসে প্রিজন ভ্যান থেকে নেমে আদালতের ভিতরে প্রবেশ করেন। এই মামলার অন্যতম অভিযুক্ত খান সুমনও সাংবাদিকদের দেখে পত্রিকা দিয়ে নিজের মুখ ঢেকে দেন। যদিও আদালতে প্রবেশের সময় তিনজনকেই বেশ প্রাণোচ্ছল দেখাচ্ছিল। তবে জেলা সেশন কোর্টে খান সুমনের জামিনের আর্জি মঞ্জুর হলেও জামিনদারের অভাবে এখনও জেল থেকে ছাড়া পায়নি।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবি চন্দন সরকার সহ সাতজনের অপহরণ ও খুনের ঘটনায় প্রধান আসামী নূর হোসেন ও তাঁর দুই সহযোগীকেও গত ১৪ জুন কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা কৈখালি’র একটি বহুতল আবাসন থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দন্ডবিধির ১৪ বিদেশি নাগরিক আইন (ফরেনারস অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়। এরপর বেশ কয়েকদফায় রিমান্ডের পর বর্তমানে দমদম কেন্দ্রীয় কারাগারি বন্দী আছেন এই তিন আসামী।