মস্তিষ্কে অস্ত্রোপচারের ১০ দিন পরও ভাষাসৈনিক আবদুল মতিনের জ্ঞান ফেরেনি। আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ এ কথা জানায়।
আবদুল মতিন বর্তমানে বিএসএমএমইউর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
আবদুল মতিনের স্ত্রী গুলবদন্নেসা মনিকা জানান, তিনি (আবদুল মতিন) এখনো কাউকে চিনতে পারছেন না। ডাকলেও তাকিয়ে দেখেন না। তবে চিকিৎসক এসে জোরে ডাক দিলে তিনি একটু চোখ মেলে তাকান। তবে কোনো কথা বলেন না।
গত ১৮ আগস্ট গুরুতর অসুস্থ হলে আবদুল মতিনকে প্রথমে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও পরে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিএসএমএমইউ কর্তৃপক্ষ তাকে নিজেদের তত্ত্বাবধানে আনে। ২০ আগস্ট নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান মো. আফজালুর রহমানের নেতৃত্বে একটি দল তার মস্তিষ্কে অস্ত্রোপাচার করে।