আগামীকাল সোমবার বসছে দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। তবে অধিবেশনের মেয়াদ এখনো নির্ধারণ হয়নি। তবে এ অধিবেশন বেশ সংক্ষিপ্ত হবে বলেই জানা গেছে।
ওই দিন বিকাল ৪টায় সংসদ ভবনে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। এর আগে গত ১১ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এটি অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার অধিবেশন। শুধু কয়েকটি বিল পাশ ছাড়া এই অধিবেশনে তেমন কোনো কাজ নেই। এজন্য অধিবেশনের মেয়াদও হবে খুব সংক্ষিপ্ত। এক সপ্তাহ থেকে ১৫ কার্যদিবস পর্যন্ত চলতে পারে তৃতীয় অধিবেশন।
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গত সপ্তাহে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী এক অধিবেশন হতে পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন বসার একটা বাধ্যবাধকতা রয়েছে। মূলত সেজন্যই এই অধিবেশন। এটি অত্যন্ত সংক্ষিপ্ত হবে। এরপর নভেম্বরে একটি অধিবেশন রয়েছে। তবে সব কিছু নির্ভর করছে অধিবেশন বসার আগে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের উপর।
তিনি বলেন, আসছে অধিবেশনে কয়েকটি বিল রয়েছে যেগুলো পাশ করা জরুরি। এছাড়া কিছু বিল আছে যেগুলো কমিটিতে প্রেরণ করা হবে। এর বাইরে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর থাকবে। তবে কোনো জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় থাকলে সেটি নিয়ে অবশ্যই আলোচনা হবে।
এদিকে এবারের অধিবেশনে বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনার লক্ষ্যে মন্ত্রীপরিষদে অনুমোদন পাওয়া সংবিধান সংশোধন বিলসহ প্রায় এক ডজন বিল উত্থাপনের অপেক্ষায় রয়েছে।