হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে ফের বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. মাসুদুল হকের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. মাসুদুল হক শিক্ষার্থীদের আশ্বাস দেন- আগামী এক মাসের মধ্যে কলেজের বাস সার্ভিস পুনরায় চালু করবে কলেজ প্রশাসন।
স্মারকলিপি প্রদানকালে কলেজের অনার্স, মাস্টার্স ও ডিগ্রীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে দীর্ঘদিন যাবত বাস সার্ভিস চালুর জন্য দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২০১৯ সালে প্রথমবারের মতো কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু করোনা মহামারির কারণে সে সেবা দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে শিক্ষার্থীরা পরিবহন সেবা পুনরায় চালুর দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছিলেন।
শিক্ষার্থীরা বলছেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে নিয়মিত কলেজে উপস্থিত হওয়া অনেক কষ্টসাধ্য। কলেজ বাস চালু হওয়ার ফলে যাতায়াতের কষ্ট লাঘব হবে। নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক বৃদ্ধি পাবে।
বিডি প্রতিদিন/জামশেদ