জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতভাবে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাজেট পাস করেছে ৩০ জুন। ১২টি শান্তিরক্ষা মিশনের জন্যে এ অর্থের পরিমাণ ৫.৩৮ বিলিয়ন ডলার।
আগের অর্থ বছরের তুলনায় মিশনের সংখ্যা যেমন দুটি কমেছে, ঠিক তেমনিভাবে বাজেটেও অর্থ হ্রাস পেয়েছে। যদিও নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দামই বেড়েছে উচ্চ হারে। উল্লেখ্য, এই বাজেট পাস হয়েছে ভোট ছাড়াই। জাতিসংঘের প্রশাসনিক এবং বাজেট নিয়ে কর্মরত পঞ্চম কমিটির সুপারিশ অনুযায়ী সাধারণ পরিষদ এ সিদ্ধান্ত নেয় বলে জাতিসংঘ সূত্রে বলা হয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের বিভিন্ন মিশনে ১১৭ দেশের ৬১৩০০ শান্তিরক্ষীর মধ্যে বাংলাদেশের ৫৬৭৫ জন রয়েছেন।
আরো উল্লেখ্য, জাতিসংঘের অর্থ বছর ১ জানুয়ারি থেকে শুরু হলেও শান্তিরক্ষা মিশনের অর্থ বছর শুরু হয় ১ জুলাই থেকে।
বিডি প্রতিদিন/নাজমুল