ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি করতে প্রয়োজনীয় শর্তে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ট্রাম্প বলেন, এই সময়টায় হামাস ও ইসরায়েলের সঙ্গে তাদের আলোচনা হবে। যার মাধ্যমে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের চেষ্টা চালানো হবে।
ট্রাম্পের এ যুদ্ধবিরতির ঘোষণার প্রতিক্রিয়ায় হামাসের কর্মকর্তা তাহের আল নুনু জানিয়েছেন, যে ধরনের চুক্তিই হোক না কেন, সেটির মাধ্যমে অবশ্যই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হতে হবে।
তিনি বলেছেন, “যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে হামাস সিরিয়াস। এই যুদ্ধ শেষ হবে এমন যেকোনও উদ্যোগে রাজি হতে প্রস্তুত হামাস।”
গত তিন চার মাস ধরেই হামাস ও ইসরায়েলের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে। তবে দখলদার ইসরায়েল চায় অস্থায়ী এ চুক্তি শেষ হওয়ার পর তারা আবারও গাজায় হামলা শুরু করবে।
অপরদিকে হামাস জানিয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হতে হবে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেছে। যে কারণে এতদিন চেষ্টার পরও অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি করা সম্ভব হয়নি।
বুধবার কাতার ও মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে মিসরের রাজধানী কায়রোতে বৈঠক করবে হামাস। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছেন সেটি নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। সূত্র: টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/একেএ