বুধবার ফ্রান্সে তাপ-সম্পর্কিত অসুস্থতায় দুইজনের মৃত্যু হয়েছে। ফ্রান্সের পরিবেশগত পরিবর্তন মন্ত্রী বলেছেন, ১৯০০ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে দেশটি দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার জুন মাস পার করেছে।
গনেস প্যানিয়ার-রুনাচার বলেছেন, ৩০০ জনেরও বেশি মানুষকে অগ্নিনির্বাপক কর্মীরা উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন এবং তাপ-সম্পর্কিত অসুস্থতার ফলে দুজন মারা গেছেন।
মঙ্গলবার প্যারিসসহ ফ্রান্সের ১৬টি অঞ্চলে সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এছাড়া আরও ৬৮টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির ‘অরেঞ্জ অ্যালার্ট’।
সোমবার ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬টির মধ্যে ৮৪টি অঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি ছিল। দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী এটিকে ‘নজিরবিহীন পরিস্থিতি’ হিসেবে আখ্যা দিয়েছেন।
স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়াসহ বলকান অঞ্চলের দেশগুলোর কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর বাইরে তুরস্কে দাবানল দেখা দিয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল